জীবন গড়ার সুর

আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

খুব সকালে উঠেন তিনি
ডাকেন “ওঠ সবাই”
আলসেমিটা কষ্ট ভিষন
আমরা মোটে ছ ভাই।
অফিস থেকে এসে
বলেন কোথায় গেলি সব
পড়াশোনা করছোতো ঠিক
নাই যে কলরব।
বাবা আমার শক্ত খুবই
ভেতরটা তাঁর নরম
লেখাপড়ায় দিলে ফাঁকি
রাগটা করেন চরম।
সকাল থেকে রাত অবধি
কষ্ট করেন নিরবধি
উজাড় করা প্রাণ,
সন্তানেরই চিন্তা কেবল
সন্তান ধ্যান ও জ্ঞান।

পূর্ববর্তী নিবন্ধসবার উপরে বাবা
পরবর্তী নিবন্ধতারার দেশে বাবা