জীবনটা আসলেই যুদ্ধ ক্ষেত্র

আয়েশা সিদ্দিকা হ্যাপি | সোমবার , ৫ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

জীবনের প্রতিটা দিন দিতে হয় আমাদের কত পরীক্ষা। তাহলে পরীক্ষার এত ভয় কিসের? জয়ী হলে হব না হলে হেরে যাব। সব পরীক্ষায় যে আমাদের জয়ী হতে হবে এমন তো কোনো কথা নেই। আর যে সব পরীক্ষায় আমরা হেরে যাব তা কিন্তু একটা শিক্ষা আমাদের দিয়ে যায়।

যাতে আগামী পথে আমরা নিজেকে আরো ভালো করে তৈরি করতে পারি। তাহলে আর চিন্তা কিসের? কেন ভয় পাব আমরা? জীবন তো অনেক পরে আছে তাই না? জীবনটা আসলেই যুদ্ধ ক্ষেত্র এটা আমাদের বুঝতে হবে। তাছাড়া সবকিছু আমাদের মনের মতো হবে এমন তো কোনও কথা নেই আর হেরে যাওয়া মানে সবকিছুর শেষ নয়।

তাই আমাদের সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। বুঝতে হবে সবার আগে নিজেকে। কারণ কেউ আমাদের নিজের থেকে ভালো বুঝতে পারবে না তাছাড়া আমরা ভালো তাকালেই ভালো রাখতে পারবো সবাইকে।

আর কিছু পরীক্ষায় হেরে যাওয়া মানে জীবনের সবকিছু শেষ না। উল্টো সে হেরে যাওয়াগুলো আমাদের শিখিয়ে দেয় এখনই সময় তোমরা নিজের জীবনকে নতুন ভাবে নতুন করে তৈরি করার। কারণ জীবনটা আসলেই যুদ্ধ ক্ষেত্র।

পূর্ববর্তী নিবন্ধকেন এই নৃশংসতা ?
পরবর্তী নিবন্ধজীবন চলবে জীবনের নিয়মেই