জিয়া পরিবারকে জনতার হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়

প্রতিবাদ সভায় বক্তারা

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের সাজার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এমএ হালিমের সভাপতিত্বে নসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবদানের জন্য বাংলাদেশের জনগণের হৃদয়ে বেঁচে থাকবেন। অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী। আরো বক্তব্য রাখেন নুরুল আমিন, নূর মোহাম্মদ, আব্দুল আউয়াল চৌধুরী, এডভোকেট আবু তাহের, প্রফেসর মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ বাবুল, সেলিম চেয়ারম্যান, শওকত আলী নূর, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, মাহবুব সাফা, জাকির হোসেন, জয়নাল আবেদীন দুলাল, শাহিদুল আলম চৌধুরী, সালাউদ্দিন চেয়ারম্যান, মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী, ফকির আহমেদ, আহসানুল কবির রিপন, আজমত আলী বাহাদুর, ডা. রফিকুল আলম চৌধুরী, ফকির আহম্মদ, জামশেদুর রহমান, শফিউল আলম চৌধুরী, ছিদ্দিক, মুরাদ চৌধুরী প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনামুল হক এনাম, আবদুল গাফফার চৌধুরী, জামাল হোসেন, ভিপি মোজ্জাম্মেল, লায়ন হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইছহাক চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মোহাম্মদ লোকমান, শহীদুল্লাহ চৌধুরী, ইউসুফ চৌধুরী, সাইফু উদ্দিন, শহীদুল আলম শহীদ, শফিকুল ইসলাম রাহী, ফজলুল কবির ফজলু, মোহাম্মদ হাসান চৌধুরী, সরোয়ার উদ্দিন, এম কামাল উদ্দিন, শাহজান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনীতি ও আদর্শের প্রতি অধ্যক্ষ আবু তাহের ছিলেন অবিচল
পরবর্তী নিবন্ধক্বণনের আল মাহমুদ স্মরণানুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি