নীতি ও আদর্শের প্রতি অধ্যক্ষ আবু তাহের ছিলেন অবিচল

চবি গণিত এলামনাই এসোসিয়েশনের স্মরণসভায় অভিমত

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরের মৃত্যুতে স্মরণসভা গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চবি গণিত এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চবি ১ম ব্যাচের ছাত্র – হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ, সাবেক সরকারি কর্মকর্তা আসহাব উদ্দিন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, বিপিসির পরিচালক (অর্থ) মনিলাল দাশ, আইনজীবী এসএম শাহনূর, চুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জল কুমার দেব, সংস্কৃতি সংগঠক পরিমল ধর, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক হাসানুল ইসলাম, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল হক, আবুল খায়ের গ্রুপের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপক ইমরুল কাদের ভুঁইয়া, রামু কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হোসাইন ও এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন। দোয়া পরিচালনা করেন চবি গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আমানউল্লাহ। বক্তারা বলেন, নীতি ও আদর্শের প্রতি অধ্যক্ষ আবু তাহের ছিলেন অবিচল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিপন চন্দ্র দেবনাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিজিএপিএমইএ’র মতবিনিময়
পরবর্তী নিবন্ধজিয়া পরিবারকে জনতার হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়