জালালাবাদ পাহাড়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস পালিত

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

১৯৩০ সালের ১৮ এপ্রিল, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সংঘটিত হয় চট্টগ্রাম যুব বিদ্রোহ। সেই যুব বিদ্রোহ দিবসের ৯২ তম বার্ষিকীতে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে স্থাপিত বিপ্লবী সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রীতম দাশ, রাশিদুল সামির, বিপ্লব দাশ, মিঠুন বিশ্বাস, রবি শংকর সেন নিশান, অভিজিৎ বড়ুয়া, এ্যানি সেন, ইমরান চৌধুরী, গোরচাঁদ ঠাকুর প্রমুখ।বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। সাম্রাজ্যবাদী শোষণ হতে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করতে মাস্টার দা সূর্যসেন লড়াই করেছেন।

বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জালালাবাদ পাহাড়টি সেনাবাহিনী থেকে অধিগ্রহণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার এবং সেখানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার দাবি জানান।

বাসদ : চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯২তম বার্ষিকীতে বিপ্লবীদের স্মরণ করেছে বাসদ চট্টগ্রাম জেলা শাখা। এ সময় বিপ্লবীদের ইতিহাস সংরক্ষণসহ পাঠ্যপুস্তকে তাদের জীবনী যুক্ত করার দাবিও জানান তারা। গত সোমবার নগরের জে এম সেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম যুব বিদ্রোহের সর্বাধিনায়ক মাস্টার দা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে বাসদ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১১ হাজার ইয়াবা জব্দ, আটক ৭
পরবর্তী নিবন্ধখুলশী ও আকবর শাহ থানার বিক্ষোভ মিছিল-সমাবেশ