জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন উদ্বোধন

প্রথমবারের মতো আয়োজন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

‘সমৃদ্ধ আগামীর পথে তরুণ প্রজন্ম’ এই প্রতিপাদ্যে আগামী ২১ মে দেশবরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন- ২০২২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির আয়োজনে গতকাল সকাল ১০টায় উপাচার্য ভবনে সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও রসায়ন, স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা, সমাজবিজ্ঞান ও মানববিদ্যা, বাণিজ্য এই ছয় শাখায় অনুষ্ঠেয় এই সম্মেলনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকবৃন্দ অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, সম্মেলনের আহ্বায়ক জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং সম্মেলনের সদস্য সচিব এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল, সম্মেলনের প্রধান সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের মুখ্য ব্যবস্থাপক ও সিইউআরএইচএসের মডারেটর ড. আদনান মান্নান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা, সিইউআরএইচএসের সহসভাপতি ইকবাল হোসাইন নাফিজ, সম্পাদক আতকিয়া সুবাত ও মুনতাসির মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শিক্ষা উপমন্ত্রীর অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধ‘চকরিয়ার বঙ্গবন্ধু কর্নারে এসে নতুন প্রজন্ম জানবে প্রকৃত ইতিহাস’