‘চকরিয়ার বঙ্গবন্ধু কর্নারে এসে নতুন প্রজন্ম জানবে প্রকৃত ইতিহাস’

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্সের চতুর্থ তলায় স্থাপিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় এই কর্নার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্নারের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখেন। এ সময় বিপ্লব বড়ুয়ার সহধর্মিণী সোমা বড়ুয়া, সংসদ সদস্য জাফর আলম, চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি, আবু মুছা, তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, কাউছার উদ্দিন কছির, হাসানুল ইসলাম আদর প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশের মফস্বল এলাকার কোথাও এক ছাদের নিচে এত বড় পরিসরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার স্থাপন হয়নি। এই কর্নারে স্থান পেয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব নেতা হয়ে উঠাসহ সবকিছুই। এই কর্নার নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধজামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাউজানে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ