জামালখান মোড়ে বোধনের গণহত্যা দিবস স্মরণ

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৯:০৭ অপরাহ্ণ

১৯৭১ সালের ২৫ মার্চ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়।
ইতিহাসের সেই বর্বরোচিত ঘৃণিত কালোক্ষণ স্মরণে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ডা. খাস্তগীর স্কুলের সামনে জামালখান মোড়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে জাতীয় গণহত্যা দিবস স্মরণ।
এতে কথামালায় অংশ নেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, বিএফইউজে-এর সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম-এর সভাপতি হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, স্পৃহা আবৃত্তি নীড়ের সভাপতি নিশাত হাসিনা শিরিন ও বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম-এর যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্ণ হলেও আজো বাংলাজুড়ে স্বাধীনতাবিরোধীদের আস্ফালন থেমে নেই। তাদের ঘৃণিত রূপ স্বাধীন বাংলায় এখনো বিভিন্ন কৌশলে অব্যাহত রয়েছে।
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্বত রাখতে শহীদদের যথাযথ সম্মান জানাতে হবে জানিয়ে এসময় বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে বোধনের প্রশিক্ষণ সম্পাদক আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, পাভেল আল মামুন, জসীম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, সুনিপুন সেনগুপ্ত, সুচিত্রা বৈদ্য, ত্রয়ী দে, প্রিয়াংকা দাশ, পলি সরকার, শুভ্র রায়, অংকিতা ভট্টাচার্য, জান্নাতুল আফসান,ঈশা দে, সুকন্যা বৈদ্য, রাজদ্বীপ চৌধুরী। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় বোধনের আবৃত্তিশিল্পীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বৃন্দ প্রযোজনা “শোনো একটি মুজিবরের থেকে” বৃন্দ পরিবেশন করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজ খুলবে ঈদের পর ২৩ মে