জামালখানের দুঃখ, একটি নালা

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

জামালখান চট্টগ্রামের সবচেয়ে মনোরম এবং আকর্ষণীয় একটি জায়গা, সেটি সমগ্র চট্টগ্রামের হেলদি ওয়ার্ড হিসাবে পরিচিত। এত সৌন্দর্যের পরও জামালখানের একটি অসুন্দর জায়গা রয়েছে। যেটি একটি নালা যার অবস্থান জামাল খানের সাবেক কাউন্সিলর এম এ নাসের সাহেবের বাস ভবন সংলগ্ল। এই নালাটির সূচনা জামালখানের প্রধান সড়ক থেকে শুরু করে পশ্চিম দিকে গিয়ে উত্তর দিকে বাঁক নিয়েছে। নালাটি বিশ বৎসরেও কোনদিন পরিষ্কার করা হয়নি। প্রতি বছর যদি একবার করেও নালাটি পরিষ্কার করা হতো তাহলে তিন থেকে চারফুট ময়লা জমার কথা না। নালাটি ময়লা আবর্জনায় ভরাট হওয়ার কারণে এটি মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। দিনরাত মশার উপদ্রবে নালা সংলগ্ন মানুষজন অতিষ্ঠ। এমনকি মশার কয়েল কিংবা স্প্রে দিয়েও মশা মারা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মৌসুমে যখন বৃষ্টি শুরু হয় তখন নালার ময়লা পানিতে বাসা-বাড়ি সয়লাব হয়ে যায়। নালার পানি চলাচল বিঘ্ন ঘটার কারণে বর্ষায় পানি জমে গিয়ে জামাল খানের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। এ অবস্থার জন্য নালার আশেপাশের জনগণের যেমন সচেতনতার অভাব রয়েছে তেমনি সিটি কর্পোরেশনের অবহেলাও দায়ী। তাই মাননীয় নতুন মেয়র রেজাউল করিম সাহেবকে সবিনয় অনুরোধ জানাই নালাটি পরিস্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে অসহনীয় অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্যে। পরিশেষে মাননীয় মেয়র মহোদয়ের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।
-এলাকাবাসীর পক্ষে এ.এম. মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধসত্যেন সেন : সমাজ বাস্তবতার শিল্পী
পরবর্তী নিবন্ধকুণ্ডেশ্বরীর প্রাক্তন অধ্যক্ষ শ্রীমতি কল্যাণী সিংহ : আঙিনা ছেড়ে মনের গভীরে