জাপানে গুলি ও ছুরি হামলায় নিহত ৩

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

জাপানের মধ্যাঞ্চলে ছুরি ও গুলি হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিবিসি জানায়, নাগানো প্রশাসনিক অঞ্চলের নাকানো নগরীতে ছদ্মবেশে এক ব্যক্তি প্রথমে এক নারীকে ছুরিকাঘাত করে এবং পরে শিকারের রাইফেল হাতে হামলা চালায়। হামলায় দুই পুলিশ নিহত এবং অপর একজন আহত হয়েছেন। জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে একটি অফিস ভবনে আটকে রাখা হয়েছে। জাপানে বন্দুক সহিংসতার ঘটনা অত্যন্ত বিরল। যদিও গতবছর জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। খবর বিডিনিউজের।

জাপানের কিয়োদো নিউজ এজেন্সির খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪:২৫ মিনিটের দিকে পুলিশকে ফোন করে বলা হয়, এক ব্যক্তি এক নারীকে তাড়া করে ছুরিকাঘাত করেছে। জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের দিকে গুলি ছোড়ে। হামলাকারী তিনি নিজেকে নাকানো সিটি অ্যাসেম্বলি স্পিকারের বাসভবনে আটকে রাখার দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধন্যাটোর প্রশিক্ষণে অংশ নিতে নরওয়েতে বিশ্বের বৃহত্তম রণতরী
পরবর্তী নিবন্ধফের কূটনৈতিক সম্পর্কে ফিরছে কানাডা ও সৌদি আরব