জাতীয় অধ্যাপক হলেন চবির সাবেক উপাচার্য আলমগীর সিরাজুদ্দীন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:১৭ অপরাহ্ণ

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।
আজ বৃহস্পতিবার (৬ মে) বিশিষ্ট ৩ জন ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
একইপদে অন্য দুইজন হচ্ছেন ডায়াবেটিক এসোসিয়েশন অভ বাংলাদেশের (বারডেম) সভাপতি এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রো এনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান।
আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে।
সেখানে ১৯৩৭ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি।
১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর (এমএ) শেষ করেন।
১৯৬৪ সালে ইউনিভার্সিটি অভ লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি নেন।
১৯৬৭ সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রি লাভ করেন আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।
১৯৬০ সালে তিনি চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
এরপর ১৯৮৮ সালের ২৩ মে থেকে ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির পণ্য চড়া দামে দোকানে
পরবর্তী নিবন্ধবাঁশখালী পৌরসভায় কাজী পুকু‌র ভরা‌টে প্রশাস‌নের অ‌ভিযান