জলাতঙ্ক শতভাগ বিপজ্জনক হলেও প্রতিরোধযোগ্য

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

ঘাতক ব্যাধি জলাতঙ্কের প্রধান বাহক কুকুর। এছাড়া বিড়াল, বেজি ও শিয়ালের আঁচড়-কামড় থেকেও এ রোগ হতে পারে। জলাতঙ্ক একদিকে বিপজ্জনক হলেও তা শতভাগ প্রতিরোধযোগ্য। গতকাল রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘পশুর কামড় ব্যবস্থাপনা ও জলাতঙ্ক নজরদারি সম্পর্কিত জাতীয় নির্দেশকা আপডেট প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি একথা বলেন। খবর বাসসের। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিডিসির সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মাকসুদা খানম ও সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. শতাব্দী কর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিসির সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজীর দেউরী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধবিদেশগামীদের জন্য নগরীতে ট্রাভেলার কোভিড পরীক্ষা সার্ভিস চালু