‘জলবায়ু পরিবর্তন রোধে গাছের বিকল্প নেই’

বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন, মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রীম সিটির যৌথ ব্যবস্থাপনায় হাটহাজারী থানার বুড়িশ্চর ইউনিয়নের আবেদী বাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

লায়ন চৌধুরী আনোয়ারুল আজীম মাসুদের সঞ্চালনায় ও মুহাম্মদ বখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সোলায়মান তালুকদার। তিনি বলেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশকে সবুজায়নে সহায়তা করবে।

তিনি রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচিকে ১ লক্ষ বৃক্ষরোপণের জন্য আবেদন জানান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক, লায়ন আলহাজ্ব আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, লায়ন সেলিম, এনামুল হক এনাম, খোরশেদ আলম। সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ ও সমাজকর্মী লায়ন জাহেদুল করিম বাপ্পী। আলোচক ছিলেন, লায়ন ওসমান আবেদী, কৃষিবিদ কাজী গোলাম মুস্তফা, বিশিষ্ট সংগঠক কায়ছার মালেকী, জিয়াউল হক। আরও উপস্থিত ছিলেন টিপু, সোহেল রানা, নুর মোহাম্মদ, হাজী মুহাম্মদ জাহেদ প্রমুখ।

ঊষা নারী উন্নয়ন সংস্থা : ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা ও সাধারণ সম্পাদিকা আরমিনা হক পুষ্পার নেতৃত্বে গতকাল ডিটি রোড ঈদগাহ সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের ক্ষুদ্র আয়তনের জনবহুল এই দেশটিতে প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। যার ফলে আমরা জলবায়ু ঝুঁকির মধ্যে আছি। আমাদের চারপাশে যা খালি জায়গা আছে তাতে আমাদের গাছ লাগাতে হবে। ছাদ কৃষি ও ছাদ বাগান গড়ে তুলতে হবে। আমরা গাছ লাগিয়ে ভরবো এ দেশ, গড়ে তুলবো সবুজ পরিবেশ।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, সাবেক কাউন্সিলার ফারহানা জাবেদ, ইয়াসমিন মিনু, সহকারী অধ্যাপিকা শামিমা নাসরিন, শাহিনা আক্তার রানী, মোসাম্মত জয়া, নীলা আলী আনিকা, রোকসানা আক্তার, ডলি আক্তার, তারানা আফরিন, মিনা আক্তার, স্বপনা আমিন, সুরাইয়া বেগম, তাসলিমা আক্তার, শবনম, আনজু বেগম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে এসময় স্কুলের চারিদিকে বনজ, ভেজষ, ফলদ গাছ লাগানো হয়। শেষে উপস্থিত নারীদের মাঝে পুষ্টিকর ফল উপহার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলে মাইক বেঁধে গান বাজিয়ে যাবেন না শফি
পরবর্তী নিবন্ধনেপালের সাবেক প্রধানমন্ত্রীর সাথে ইলেকশন মনিটরিং ফোরাম নেতৃবৃন্দের সাক্ষাৎ