মোটরসাইকেলে মাইক বেঁধে গান বাজিয়ে যাবেন না শফি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার মো. শফি (৪২) মোটরসাইকেলে ১৬টি মাইক বেঁধে নিয়ে যেতেন বিভিন্ন প্রোগ্রামে। যাওয়ার পথে বাজাতেন গান। তার ব্যতিক্রমী এই মাইক নিয়ে যাওয়ার দৃশ্য দেখে আনন্দ পেতেন সবাই। অল্প সময়ে পরিচিতি পান উপজেলা জুড়ে। কোথাও প্রোগ্রাম হলেই ডাক পড়ত তার। একসময় তার নাম হয়ে উঠে মাইক শফি নামে। কিন্তু মাইক নিয়ে তাকে আর দেখা যাবে না। একটি মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার জীবন।

গতকাল ভোরে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড মুরাদনগর এলাকার নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শফি। তিনি ওই এলাকার তাজু শাহ’র ছেলে। স্থানীয় রোয়াজারহাট বাজারে তার মাইকের দোকান আছে।

নিহত শফির স্বজনেরা জানান, প্রতিদিনের মতো সকালে শফি বাড়ির পাশে একটি সবজি ক্ষেতে কাজ করতে যান।

কাজ শেষে বাড়ি ফিরে গোসল করার জন্য পানির মোটরের সুইচ দিতে গেলে আইপিএসের তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাহেরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার কাউন্সিলর তারেকুল ইসলাম জানান, দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনৌ কমান্ডো আবু মুছা চৌধুরী নাগরিক শোকসভা কমিটি
পরবর্তী নিবন্ধ‘জলবায়ু পরিবর্তন রোধে গাছের বিকল্প নেই’