জমজ যন্ত্রণা

রেহেনা মাহমুদ | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

পিঠে পিঠ লাগানো জোড়া শিশুরমতো যন্ত্রণাগুলোও
মুখ ঘুরিয়ে পাশাপাশি থাকে, ছাড়ে না।
তাই রঙিন রাংতা মোড়ানো শৈশবের গল্প
যারা বলে চোখ বিষ্ময়ে তাদের দিকে চেয়ে রয়।
মনে পড়ে, সেখানেও কত দহন,
অব্যক্ত বেদন লাল ফিতে আর
প্রিন্টের ফ্রকের কুচিতে মাখামাখি রাখা।

জমজ বোনের মতো বড় হয় সেসব।
একজনের জ্বর হলে অপরজনেরও চোখ লাল হয়।

পূর্ববর্তী নিবন্ধকালার ঘুড়ি
পরবর্তী নিবন্ধমুজিব দেশের আলো