যাচ্ছি দূরে আরও দূরে

হোসাইন কবির | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

চোখের জলে অভিমানে
পথের পাশে উড়ছে আঁচল
বিবর্ণ মেঘ বয়সের ভার
তাহার স্মৃতি তোমার স্মৃতি তাদের স্মৃতি
কেমন করে সরাবো সব
ছাপচিত্রে বালি পাহাড়

যখন কেউ শুধায় হেসে
কেমন আছো? যাচ্ছো কোথাও?
বলি, যাচ্ছি বয়ে সময়স্রোতে
যাচ্ছি দূরে আরও দূরে….
যেখানে রঙ মিলিয়ে গেছে
নিরুদ্দেশে
শূন্যে মাঠে
নিঃস্ব হয়ে

দূর থেকে আরও দূরেু
ওই সুদূরে যাচ্ছি ধেয়ে
ঝরাপাতার আলিঙ্গনে
শুভ সময় বলে বলে

যাচ্ছি দূরে আরও দূরে
কড়ানাড়া
শুনবো বলে
কান পেতে রই
নদীর বোলে কান্নার রোলে
পাতার বাঁশি শুনবো বলে

আহা! যাচ্ছি ধেয়ে ঝড়ো হাওয়ায় ঘূর্ণিপাকে
যাচ্ছি ধেয়ে আরও দূরে আরও দূরে
নিঃস্ব হয়ে নিরুদ্দেশে
শূন্যে মাঠে

পূর্ববর্তী নিবন্ধদেবদূত
পরবর্তী নিবন্ধকেন যে কবিতা লিখি