দেবদূত

ডা. কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার।
যে অন্ধকারে চোখের দৃষ্টি হার মানে।
তবে এ অন্ধকার প্রকৃতির নয়, মনের।

ভালোবাসার মানুষের অনুপস্থিতিতে
দীর্ঘদিন মনের কোণে জমে থাকা কালোমেঘের
অন্ধকারে ডুবে আছে দেবলীনা।

পূর্ণিমার অবাক করা জোৎস্নাও মনের অন্ধকার
দূর হয় না কিছুতেই। আনন্দ, কোলাহল ছেড়ে
বেছে নেয় একাকীত্ব।

একাকীত্বের পরশে ধীরে ধীরে সবকিছু থেকে
বিচ্ছিন্ন হয়ে অন্যরকম এক জীবনে বন্দী।

স্নেহ, মায়া- মমতার বন্ধন হতে আলগা
হতে হতে ভুলে যায় ‘ভালোবাসা’ নামক
শব্দটি।
এমনতরো কঠিন এক পরিবেশে বসবাস,
নিজেকে বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা হিসাবে
তৈরী করার এক আত্ন হননকারী ধ্যান
ধারনায় দেবলীনার জীবনতরী বয়ে চলে
বৈরী সময়ের স্রোতে।
চাই এক দেবদূত, যে সবকিছু বদলে
দিতে পারে।
অপেক্ষায় দেবলীনা, ক্লান্তিময় অন্ধকার
জীবনের পথচলায় আলোর দিশারী হয়ে
কখন আসবে সেই দেবদূত?

পূর্ববর্তী নিবন্ধসেই থেকে
পরবর্তী নিবন্ধযাচ্ছি দূরে আরও দূরে