কবিতা ও নিজস্বদর্শন

ফাউজুল কবির | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

জানি কবিতায় সম্ভাবনা নেই ——দর্শনেই আছে
ভালোবাসা জাগলে পৃথিবীর বড় বেশি ক্ষতি হয়
মাংসল কাবাব মায়াবি ঘ্রাণেরা ঝুলে থাকে গাছে গাছে
তখনি কবিতা বলে ওঠে, আছে সম্ভাবনা আছে
আসলে কী আছে ? আছে সংসারের রক্তে মাংসে নাচে।
একশত বছর ধরে— আকাশের প্রাচীন হ্যাঙ্গারে
ঝুলে আছে দুটি নোনানো ইলিশ দর্শনের ধ্যানে
এ ইলিশ পদ্মা কিংবা মেঘনা নয় — আকাশগঙ্গার:
হয়তো বা হাজার –বছরের আরো বেশি সময়েরা
দেখে দেখে স্বাদ নেবে খ্যাতিমান সোনার ইলিশ
উহাদের সাথে আমিও থাকবো ঝুলে ইলিশসুন্দর
যারা জানে নীলিমায় খুঁজে নেবে — দর্শনবন্দর
একশত বছর ধরে —-আকাশের প্রাচীন হ্যাঙ্গারে
ঝুলে আছে দুটি নোনানো ইলিশ দর্শনের ধ্যানে
পদ্মা যদি মরে মেঘনা যদি মৃত — মরে কর্ণফুলি
সুন্দর কোথায় যাবে? কবিতারা রূপে অক্ষরে
সমস্ত আকাশ নক্ষত্র কন্যারা জোনাকির ডানা
একদিন হঠাৎ– জ্বলে পুড়ে বুকে ছারখার হবে
তারপরও আমিসহ তিনটি ইলিশ ঝুলে থাকবো শুধু
ধবলের রঙ্গে বিচিত্র আলোয় —— মগ্নের আকাশে ।

পূর্ববর্তী নিবন্ধমুজিববিহীন
পরবর্তী নিবন্ধযুদ্ধজয়ের উপভোগ