ছুটি

দীপান্বিতা চৌধুরী | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

আলুকশালুক নদীর গায়ে

পদ্ম ফুটিফুটি

মেঘের আকাশ পাল তুলে যায়

সে পাল ধরে ছুটি।

ছুটির ওপর হাওয়ার টোপর

হেসেই কুটি কুটি

একটাদুটো কাতলা লাফায়

এবং চুনোপুঁটি।

সঙ্গে লাফায় আস্ত ঘুড়ি

ঘুড়ির মাথায় ঝুঁটি

তুড়ি বাজায় রাজায় রাজায়

রঙিন কাটাকুটি।

একটি রঙিন গাঁয়ের বাড়ি

ফড়িং ফড়িং জুটি

আরেকটি যায় অনেক দূরে

পাহাড়ঘেরা উটি।

পূর্ববর্তী নিবন্ধজীবনের রং
পরবর্তী নিবন্ধমুজিব তুমি জাগো