চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক শিক্ষা গ্রহণের বিকল্প নেই

স্কুল ভবন উদ্বোধনে বিচারপতি শেখ হাসান আরিফ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক শিক্ষা গ্রহণের বিকল্প নেই। বহির্বিশ্বের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত শিক্ষায় জোর দিতে হবে।

তবে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে। যাঁরা মহৎ কাজে অবদান রাখে তারা মানুষের কাছে সবসময় অমর হয়ে থাকে। তিনি গত শনিবার পটিয়ায় ছৈয়দ আবদুন নূর (এস. এম. নূর) উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি জীবনের সর্বক্ষেত্রে ভাল কাজ করে অবদান রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ মহিউদ্দীন আনসারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা ইসরাত জাহান এবং প্রাক্তন শিক্ষার্থী তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খাঁন, চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. . এস. এম. লুৎফুল আহসান। বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ডা. কামরুন নেছা আফছার, বিজিএমইএ’র সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হাবিব হাসনাত, সোহেল হাসনাত, শিহাব উল্লাহ আল মনসুর, সামশুল আলম, আবদুল মোমেন, আবু তাহের প্রমুখ। প্রধান অতিথি ডা. আফছারুল আমিন ভবন ও শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাবা চড় মেরেছিলেন রেগে, দেয়ালে মাথা লেগে মারাই গেল শিশুটি
পরবর্তী নিবন্ধফটিকছড়ি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের ঈদ পুনর্মিলনী