চ্যালেঞ্জ নিতে চান সঞ্চিতা

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৩২ পূর্বাহ্ণ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ দ্বিতীয় রানারআপ মডেল ও অভিনেত্রী সঞ্চিতা দত্ত। বর্তমান ব্যস্ততা নাটক ও ওয়েব সিরিজ ঘিরে। এরই মধ্যে শেষ করেছেন বন্ধন বিশ্বাসের ওয়েব সিরিজ ‘জাল’, মিজানুর রহমান মিজান পরিচালিত ওয়েব ফিল্ম ‘প্রেম’, শেখ সেলিমের ওয়েব সিরিজ ‘স্পেশাল সেভেন’, বাপ্পি খানের ওয়েব ফিল্ম ‘সোলমেট’। সঞ্চিতা জানান, প্রতিটি ওয়েব সিরিজে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। এ রকম চরিত্রে আগে কখনো দেখা যায়নি। ওয়েব সিরিজ নিয়ে সমালোচনা রয়েছে। এই ওয়েব সিরিজে কোনো বিতর্ক নেই। একেবারে গল্পনির্ভর। শালীনতা বজায় রেখেই কাজ হয়েছে। ওয়েব সিরিজগুলো নিয়ে আশাবাদী সঞ্চিতা। সঞ্চিতা অভিনীত আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘চিটিং মাস্টার’। এরই মধ্যে শেষ করেছেন এস এম মনির পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নগর বধূ’। সামনে বেশ কয়েকটি একক নাটকে কাজ করবেন এবং নতুন দুটি সিরিয়ালে যুক্ত হতে যাচ্ছেন। চরিত্র নির্বাচনে কোন বিষয়ে গুরুত্ব দেন? জানতে চাইলে সঞ্চিতা বলেন, যে চরিত্রে অভিনয়ের সুযোগ থাকে সে চরিত্রই লুফে নেই। গল্পনির্ভর চরিত্র হতে হবে। চরিত্রের প্রয়োজনে যদি সাহসী দৃশ্যে অভিনয় করতে হয়। তাহলে? সাহসী দৃশ্যে দেখা যাবে তবে সেটি সীমার মধ্যে থাকতে হবে। পতিতার চরিত্রে অভিনয় করার অনেক ইচ্ছে। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। স্বপ্নের চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করা।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে ১০ লাখের বেশি গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক
পরবর্তী নিবন্ধশ্বেতা তিওয়ারি কোয়ারেন্টিনে