চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে দিল বেলজিয়াম

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

থেমে গেল চ্যাম্পিয়ন পর্তুগালের জয়রথ। দুর্দান্ত এক ম্যাচে চ্যাম্পিয়নদের বিদায় করে দিল বেলজিয়োম। রোববার রাতে অনুষ্ঠিত ইউরোর নক আউট পর্বে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। খেলার ধারার বিপরীতে বিরতির খানিক আগে দূরপাল্লার শটে গোলটি করেন তোরগান। অথচ বল দখল এবং আক্রমণ সবদিক থেকেই এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু ভাগ্য আর ফরোয়ার্ডদের ব্যর্থতায় বিদায় নিতে হলো রোনালদোর দলকে। প্রথমার্ধে বল দখলে সমতা থাকলেও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল পর্তুগাল। প্রথম ৪০ মিনিটে বেশ কয়েকটি হাফ চান্স তৈরি করেছিল পর্তুগাল। কিন্তু বেলজিয়ামের গোল রক্ষক এবং গোলবার যেন একসাথে বাধা হয়ে দাঁড়িয়েছিল রোনালদোদের সামনে। একের পর এক আক্রমণ যখন ব্যর্থ হয়ে যাচ্ছিল রোনালদোদের তখন খেলার ৪২ মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় বেলজিয়াম। তমা মুনিয়ের পাস ডি-বঙের বেশ বাইরে পেয়ে বুলেট গতির শট নেন তোরগান। বল শেষ মুহূর্তে সামান্য বাঁক খেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয় জালে।
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে পর্তুগাল। ৫৮ মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা। কিন্তু রোনালদোর পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে ক্রসবার উচিয়ে মারেন লিভারপুল ফরোয়ার্ড জটা। এরপর আক্রমণ বাড়ালেও গোল ধরা দেয়নি। ৭০-৮০ এই ১০ মিনিটে পরপর দুইটি সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে রুবেন দিয়াসের হেড গোলরক্ষক ফেরানোর পর রাফায়েল গেররেরোর শট বাধা পায় পোস্টে। বাকি সময়েও একচেটিয়া চাপ ধরে রাখে পর্তুগাল। সম্ভাবনাও জাগে। তবে রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করে গ্রুপের তিন ম্যাচই জিতে নকআউটে আসা বেলজিয়াম। জার্মানির মিউনিখে আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম।

পূর্ববর্তী নিবন্ধভারতে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমিরাতে
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ের পথে রওয়ানা হয়েছে টাইগাররা