চিটাগাং সিনিয়রস ক্লাবে ভ্যালেন্টাইনস ডে উদযাপন

| বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডে ভালবাসা দিবস উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়। এতে ক্লাবের সদস্যদের পরিবারের উপস্থিতিতে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী ভালবাসা দিবসের তাৎপর্য উপস্থাপন করে বলেন, ভালবাসা একটি পবিত্র মানবিক অনুভূতি। এদিনে আমরা পরস্পর পরস্পরের নিবিড় সান্নিধ্যে এসে জীবনকে উপলব্ধি করি। যারা এককভাবে সব কিছুকে শাসন করতে চায় তাদেরকে ভালবাসা ও সহমর্মিতার মাধ্যমে প্রেমের আহ্বান জানাই। সেই সাথে আমরা উচ্চারণ করতে পারি, দেশপ্রেম সবার মাঝে ছড়িয়ে পড়ুক। প্রকৃতি ও পরিবেশকে মানুষ ভালো জানুক। পরিহার করি পরনিন্দা ও পরচর্চা। আসুন বলি সহজ মানুষ ভজে দেখ না মন দিব্যজ্ঞানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, মো. জাহিদুল ইসলাম, এম. ইয়াকুব আলী, ডা. মোহাম্মদ ইমাম হোসেন এবং ওয়ালিউল আবেদীন শাকিল। আরও উপস্থিত ছিলেন মো. গোলাম মোস্তফা কাঞ্চন, মো. আবুল বশর, প্রদীপ কুমার দত্ত, এম.আর. দে, ডা. মইনুল ইসলাম মাহ্‌মুদ, ডা. সরফরাজ খান চৌধুরী, সুলতানুল আবেদীন চৌধুরী, বেলায়েত হোসেন, কাজী মাহ্‌মুদ ইমাম, মোহাম্মদ ছগির চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, অঞ্জন কান্তি বিশ্বাস, অঞ্জন শেখর দাশ, উৎপল রক্ষিত, মো. আবু তাহের, গোপাল কৃষ্ণ লালা, সালেহ্‌ আহম্মদ, প্রফেসর ডা. মোহা. রেজাউল করিম, লিয়াকত আলী খান, ডা. বিশ্বনাথ দাশ, চিরঞ্জীব চৌধুরী, সিরাজুল হক আনছারী, মোহাম্মদ সৈয়দ, কাজী আফতাবুর রহমান, ফেরদৌস হাফিজ খান রুমু, মো. লিয়াকত আলী হাওলাদার, মো. আজিজুর রহমান, মো. রফিকুল আলম, মো. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহ্‌মুদ, ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, মোহাম্মদ শাহ্‌জাহান, আবুল হোসেন, মোহাম্মদ ওসমান ফারুখ চৌধুরী, ডা. বিদ্যুৎ কান্তি বিশ্বাস, ডা. মাহ্‌মুদ এ. চৌধুরী (আরজু), ডা. সৈয়দ মেজবাহউল হক, মাশফিকউলহাসান, মো. মোশারফফ্‌ হোসেন, ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, ডা. এস.এম. টিপু সুলতান, এম.. কবির মিল্কী, আলতাফ হোসেন চৌধুরী, মো. গোলাম মোরশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

এস এস জুবায়ের আহমেদ, মাহাবুবুর রহমান, মো. ওমর ফারুখ চৌধুরী, তিলক কুমার মল্লিক, ডা. মেজবাহ উদ্দিন আহম্মদ, দেবাশিষ পালিত, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. সাইফুল আলম চৌধুরী, নিখিল চন্দ্র চৌধুরী, আব্দুল মতিন, মোহাম্মদ আতিক হায়দার, মো. সিতোয়াত করিম, মোহাম্মদ মোরশেদ, এড. খলিল আহাদ মোস্তফা আনোয়ার চৌধুরী, সুভ্রা চক্রবর্তী, সালমা লুসি, সেতারা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএতিম শিশুদের নিয়ে আনন্দ উৎসব
পরবর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত উৎসব