চার বিষয়ে এফসিপিএস কোর্স চালুর অনুমোদন পেল চমেক

প্রতি কোর্সে ১০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

এফসিপিএস কোর্স চালুর অনুমোদন পেয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। জুলাই-২০২২ সেশন থেকে চারটি বিষয়ে (মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক এবং অবস্‌ এন্ড গাইনী) এই এফসিপিএস কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের কর্তৃক বুধবার (১৭ আগস্ট) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চার বিষয়ের প্রত্যেক কোর্সে ১০ জন করে শিক্ষার্থী নিয়ে এ কোর্স চালু করার কথা বলা হয়েছে চিঠিতে। ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন সরকারি এবং ৫ জন বেসরকারি শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে। এফসিপিএস কোর্স চালুর অনুমোদন লাভের তথ্য নিশ্চিত করে চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার বলছেন, জুলাই সেশনে এরই মাঝে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই এ সেশনে শিক্ষার্থী পাওয়া নিয়ে একটু সংশয় থাকছে। তবে পরবর্তী জানুয়ারি সেশন থেকে পুরোদমে এই কোর্স (এফসিপিএস) চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, এফসিপিএস কোর্স চালুর জন্য চলতি বছরের জানুয়ারিতে চিঠি দেয় চমেক কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের নেতৃত্বে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) একটি টিম চমেক ও চমেক হাসপাতাল পরিদর্শনে আসেন। গত ৩০ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় মন্ত্রণালয়ে। সর্বশেষ বুধবার (১৭ আগস্ট) চমেকে চারটি বিষয়ে এফসিপিএস কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এই কোর্স পরিচালিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাসা-বাড়ি থেকে নেয়া হবে পানির নমুনা
পরবর্তী নিবন্ধবিপন্ন হলুদ কচ্ছপ মিলল পাহাড়ে