চাম্বলে ইটভাটাকে লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে এক ইটভাটাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করায় ইট ভাটার মালিক আলী নেওয়াজ চৌধুরী ইরানকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন , যারা পরিবেশের নিয়ম না মেনে ইট পোড়াতে কাঠ ব্যবহার,কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করবে তাদের অবশ্যই জরিমানা ও আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভার সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিভাগীয় সমাবেশে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন