বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন

বিএনপির সমাবেশে গোলাম আকবর খোন্দকার

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫২ পূর্বাহ্ণ

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল চট্টগ্রামে লিফলেট বিতরণ, সমাবেশ ও প্রস্তুতি সভা করেছে বিএনপি।

উত্তর জেলা বিএনপি : বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আগামীকাল ৪ ফেব্রুয়ারির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বিকেল ৪টায় কাজী দেউড়ি এলাকায় লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, বিনা ভোটে, জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে এই সরকার ক্ষমতা দখল করে আছে। ৪ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন জোরদার করে এই সরকারের পতন ত্বরান্বিত করতে হবে। বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, জসিম উদ্দিন শিকদার, আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, আজম খান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, আলমগীর হোসেন ঠাকুর, হাসান মোহাম্মদ জসিম, আবু মোহাম্মদ, এজাহার মিয়া, শফিউল আলম চৌধুরী, মুরাদ চৌধুরী, এড. কে আলম, মনিরুল আলম জনি, পাশা সুজন, শাহজাহান শাহিল প্রমুখ।

মহানগর যুবদল : গতকাল বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার লক্ষ্যে ও এই সরকারের দুর্নীতি দুঃশাসনের প্রতিবাদে মহানগর যুবদলকে মিছিল সহকারে সমাবেশে যোগদান করার প্রস্তুতি নিতে হবে। অবিলম্বে মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, যুবদল নেতা মুসাসহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। সভাপতির বক্তব্য রাখেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, অরূপ বড়ুয়া প্রমুখ।

মহানগর শ্রমিক দল : গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদলের সভাপতি তাহের আহমদ। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবুর রহমান শামীম বিভাগীয় সমাবেশ সফল করার জন্য মিছিল সহকারে সমাবেশে যোগদান করতে সকলের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক আব্দুল মন্নান, মুক্তিযোদ্ধা দলের চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী হোসেন আহমদ, কামাল উদ্দিন সর্দার, শহীদ হোসেন, মো. মনজুর মিয়া, আলী আজগর, সেকান্দর, মো. রাজীব, মিজানুর রহমান মোস্তফা প্রমুখ।

বোয়ালখালী বিএনপি : বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ্‌ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হামিদুল হক মন্নান, মোহাম্মদ ইউছুপ, এ এম কামাল উদ্দীন, আব্দুল হালিম, আক্কাস খান, মেহেদী হাসান সুজন, এস এম তারেক, আরিফ চৌধুরী ছোটন, মোহাম্মদ ইকবাল, রেজা মুন্সি, পেয়ার মোহাম্মদ, মোসলেম উদ্দীন মমতাজ উদ্দীন প্রমুখ।

৩৮ নং ওয়ার্ড বিএনপির : ৩৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.. আজিজ। সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন, তাজউদ্দিন, শাহানামা বাছা, আনোয়ার হোসেন জুনু, মাহাবুবুল আলম, আব্দুল নূর মিঠু, এসএম বখতেয়ার, মোঃ এসকান্দার, নুরুল আবছার, হাসান মাহমুদ, রিয়াজ উদ্দিন রাজু, আবু রায়হান চৌধুরী, আব্দুর রহিম, আরিফুর রহমান, আলাউদ্দিন, মামুনুর রশিদ, সবুজ গাজী, সাইফুর রহমান, মিজান, নেজাম উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাম্বলে ইটভাটাকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল