চাপের মুখে গাজায় ত্রাণের বন্যা বইয়ে দেওয়ার কথা বলল ইসরায়েল

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানিয়েছে, তারা বিভিন্ন প্রবেশপথ দিয়ে দুর্ভিক্ষের মুখে থাকা অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় মানবিক ত্রাণের বন্যা বইয়ে দেবার চেষ্টা করবে। পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের নির্বিচার হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিহত হয়েছে ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দারা প্রায় সবাই ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। খবর বিডিনিউজের।

তিন দিক থেকে ইসরায়েলের ঘেরের মধ্যে থাকা গাজায় কোনো সরবরাহ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। একপাশে মিশরের সঙ্গে গাজার সীমান্ত থাকলেও সেই রাফা ক্রসিংও নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের প্রান্তে আছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। তারা বলছে, দ্রুত খাদ্য সহায়তা বাড়ানো না গেলে গাজার বহু মানুষ অনাহারে মারা যাবে। ইতোমধ্যেই অপুষ্টি ও পানিশূন্যতায় শিশুসহ বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। ভূখণ্ডটিতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দেওয়ার জন্য ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলকে দোষারোপ করেছে। কিন্তু ইসরায়েল বলছে, গাজায় কী পরিমাণ ত্রাণ যাবে তার কোনো সীমা নির্ধারণ করেনি তারা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৯৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধটিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রে বিল পাস