সিএসইতে লেনদেন ১৩.৯৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৩.৯৩ কোটি টাকা। ৪,৪৩৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৫.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,০৯০.৩৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,২০৯.৯৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৮.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২২.৮৫ পয়েন্ট কমেছে গতকাল, যা হলো ৩,০০৯.৭৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৫,৭৫০.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৪,৭৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৫ টির, কমেছে ৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

পূর্ববর্তী নিবন্ধমাহে রমজানের আবেদন
পরবর্তী নিবন্ধচাপের মুখে গাজায় ত্রাণের বন্যা বইয়ে দেওয়ার কথা বলল ইসরায়েল