চান্দগাঁও কাপ্তাই সড়ক থেকে পাঁচ শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও কাপ্তাই সড়কে অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা বাজার উচ্ছেদ করেছে পুলিশ। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি চান্দগাঁও জানান, নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে অবৈধভাবে বাজার গড়ে ওঠে। রোববার বাজারের পাঁচ শতাধিক ভাসমান দোকান গুঁড়িয়ে দিয়েছে চান্দগাঁও থানা পুলিশ। সকাল থেকে কয়েক ঘণ্টার অভিযানে মোড় থেকে বোয়ালখালী ও রাউজানমুখী উভয় পাশের প্রায় এক কিলোমিটার রাস্তা দখলমুক্ত করা হয়।

ওসি বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যস্ততম রাস্তাটির ফুটপাতসহ প্রায় পুরো রাস্তা দখল করে রীতিমতো বাজার বসিয়ে ফেলেছিল। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় জনভোগান্তি দূর করতে এ অভিযান ধারাবাহিকভাবে চলবে। ওসি জানান, পুরো থানা এলাকায় জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন করতে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অবমুক্ত জায়গা পুনর্দখলের চেষ্টা হলে পুলিশ আরও কঠোর অ্যাকশনে যাবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্যানডর ডায়ালাইসিস কর্তৃপক্ষসহ ১২ জনের প্রতি হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধপুলিশের চার্জশিটে নারাজি, পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ