পুলিশের চার্জশিটে নারাজি, পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ

চরতীতে কৃষকের ওপর গুলিবর্ষণ, মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ার চরতী এলাকায় কৃষকের ওপর গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ। এ মামলায় মো. রুহুল্লাহ চৌধুরীসহ ৯ আসামিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চার্জশিট নাকচ করে দিয়ে এবং মামলার বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গতকাল বিচারক এই আদেশ দেন। এর আগে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়। জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জশিট ও বাদীর নারাজি আবেদনের উপর শুনানি শেষে বিচারক মামলাটি পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সাতকানিয়ার চরতী এলাকায় কৃষি জমিতে বালু রাখার কাজে বাধা দিলে কৃষকের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হয়। এ ঘটনায় আবদুল মালেক নামের এক কৃষক বাদী হয়ে রুহুল্লাহ সহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

আদালত সূত্র আরো জানায়, দীর্ঘ তদন্ত শেষে সমপ্রতি নয়জনকে বাদ দিয়ে বাকী সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও কাপ্তাই সড়ক থেকে পাঁচ শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধএপ্রিলে এলপিজির দাম কমল ১৭%