চাঞ্চল্যকর জিল্লু ভাণ্ডারী হত্যা মামলার রায় আজ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভাণ্ডারী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ (১১ জানুয়ারি)। চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে এই রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর সিআইডি এ মামলায় আদালতে চার্জশিট দেয়। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আলোকে অভিযোগপত্রে মোট ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জন সাক্ষীকে হাজির করে সাক্ষ্য নিয়েছে রাষ্ট্রপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধগুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা
পরবর্তী নিবন্ধশীত মৌসুমেও দিনের বেলা এত তাপমাত্রা কেন