চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চাকরির প্রলোভন দেখিয়ে চকরিয়া থেকে সদরঘাটে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, সাতকানিয়ার দক্ষিণ রুপকানিয়া এলাকার মো. জসিমের ছেলে সাইফুল ইসলাম ফারুক ও পটিয়ার আজিমপুর এলাকার মো. ইসমাইলের ছেলে মো. বদিউল আলম। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মো. বদিউল আলম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি সাইফুল ইসলাম ফারুক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কপিল উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয় জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৪ জুন ভুক্তভোগী তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে কঙাবাজারের চকরিয়া থেকে নগরীতে নিয়ে আসা হয়। প্রথমে চান্দগাঁও এলাকায় এবং পরে সদরঘাটের পশ্চিম মাদারবাড়ি এলাকায় তাকে রাখা হয়। সেখানে আটক রেখে তাকে দফায় দফায় ধর্ষণ করা হয়। পরবর্তীতে ওই তরুণীকে পতিতাবৃত্তিতে ব্যবহার করা হয়। এ ঘটনায় তরুণী বাদী হয়ে সদরঘাট থানায় মামলাটি দায়ের করেন। আদালত সূত্র আরো জানায়, মামলায় ২০১৮ সালের ১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০২০ সালের ৫ অক্টোবর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন থেকে পালালে একসময় বিএনপি দলটাই পালিয়ে যাবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২ কোটি ১০ লাখ টাকার ৩ কেজি স্বর্ণের চালান জব্দ