চসিককে ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার দিল ওয়াটারএইড

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৩ পূর্বাহ্ণ

করোনা মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ৫ হাজার ২৮০ পিস হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ওয়াটারএইড বাংলাদেশ। গতকাল সোমবার সকালে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের হাতে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) প্রজেক্ট ম্যানেজার অরেফাতুল জান্নাত।

এ সময় চসিক প্রশাসক বলেন, সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অন্যান্য দেশের মত বাংলাদেশেও বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা থেকে বাঁচার একমাত্র উপায় সচেতন থাকা। মাস্ক পরিধান করতে হবে। সাবান দিয়ে হাত ধুতে হবে। হ্যান্ড স্যানিটাইজারগুলো গরীব দুঃস্থ মানুষের পাশাপাশি চসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, স্পেশাল ম্যজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মুদি দোকানিকে কুপিয়ে জখম, মালামাল লুট
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর সাইফুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য নির্বাচিত