ফটিকছড়িতে মুদি দোকানিকে কুপিয়ে জখম, মালামাল লুট

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে আব্দুল ওহাব (৬৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে আহত করে মালামাল ও টাকা পয়সা লুট করেছে ডাকাত দল। গুরুতর আহত আব্দুল ওহাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, উপজেলার হেঁয়াকো বাজারে গতকাল সোমবার ভোর রাতে ৫/৬ জনের একটি ডাকাতদল আব্দুল ওহাবের মুদি দোকানে হানা দেয়। এ সময় আব্দুল ওহাব বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে মালামাল ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, রোববার আমাদের বাজারবার ছিল। দোকানের বেচাবিক্রির টাকা হয়ত আব্দুল ওহাবের সঙ্গে ছিল। অপরাধীরা তা জানতে পেরে হামলা চালিয়ে তা লুট করে।
এ ব্যাপারে ভুজপুর থানার দাঁতমারা তদন্ত কেন্দ্রের মোহাম্মদ আতাউল হক চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি। আহত আব্দুল ওহাব চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করে অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই পুলিশ সদস্যের দুই দিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধচসিককে ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার দিল ওয়াটারএইড