চলাচলে জনজীবন নিরাপত্তা চাই

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর টাইগার পাস, জিইসি, দুই নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, অক্সিজেন এবং আগ্রাবাদ এর বেশ কিছু অঞ্চলে যে পথচারীদের ওপর তাণ্ডবই চলে বলা যায়। দুই নম্বর গেট এরিয়ায় প্রকাশ্যেই বখে যাওয়া কিশোররা নেশা করে। কী এক অসহনীয় অবক্ষয়! সামাজিক গণমাধ্যম এর বিভিন্ন গ্রুপে অনেক ভু্‌ক্তভোগীর আহাজারি যেন অরণ্যে রোদন! শুধু ব্যক্তিগত সতর্কতা দিয়ে এ দানব আর দমন করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কঠোর কার্যক্রমই পারে জনসাধারণকে এ কঠিন আপদ থেকে রক্ষা করে আশার আলো দেখাতে। এ অনাচার নির্মূলে জনগণের বন্ধু ‘পুলিশ’ ভাইদের দৃশ্যমান কঠোর পদক্ষেপ কাম্য। অতীতেও পুলিশ ভাইদের অ্যাকশনের জন্য নিরাপদ হয়েছে পথচলা। এবারও তাদের পক্ষ থেকে আশু পদক্ষেপ কামনা করছি। নিরাপদ হোক সড়ক। স্বস্তিদায়ক হোক পথচলা।

সঞ্জয় দেবনাথ

চান্দগাঁও,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশহীদ সাবের : এক অসমাপ্ত কবিতার নাম
পরবর্তী নিবন্ধচর্চা করি