চর্চা করি

রনি কুমার বড়ুয়া | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

শুদ্ধতার চর্চা করি

মর্যাদার জীবন গড়ি,

ছলচাতুরী না করি,

যার যা কাজ

সেটাই মনোযোগে করি!

প্রবঞ্চনা না করি

অপলাপ রোধ করি,

কুসঙ্গ ছাড়ি এখনি,

সত্যে থাকি নিরবধি

অযথা অপমান না করি!

অযথা অপবাদ না দিই

নোংরামোতে না থাকি,

কেউ যেন দুঃখ না পায়,

সেদিকে সুদৃষ্টি রাখি

সুশৃঙ্খলতায় মনোযোগ রাখি!

কাজ না করি

সুকাজে প্রশংসা করি,

নিজেকে নির্মল রাখি,

সত্যের অপলাপ বন্ধ করি

সমাজ গঠনে ভূমিকা রাখি!

শুদ্ধ রাখি, শুদ্ধ রই

পারলে এক হই

অবিশুদ্ধ মনোভাব ছাড়ি,

দ্বিধাবিভক্ত না করি,

সসম্মানে সকল পক্ষ থাকি

সত্যের, শুদ্ধতার চর্চা করি!

পূর্ববর্তী নিবন্ধচলাচলে জনজীবন নিরাপত্তা চাই
পরবর্তী নিবন্ধদাঁতরাঙা নয়, সে আমার করবী