চমেক হাসপাতালে বিশ্ব এইডস দিবসে র‌্যালি

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ- প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে চমেক এবং হাসপাতালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস এবং তদসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
হাসপাতাল সূত্র জানায়, চমেকে গত এক বছরে নতুন এইচআইভি সনাক্ত হয় মোট ৫০ জন। তাদের মধ্যে পুরুষ ৩৭ জন, মহিলা ১১ জন এবং শিশু ২ জন। ২০২১ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৫ জন। যাদের মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ১ জন এবং শিশু ১ জন। প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) কার্যক্রমের আওতায় চমেকে এ পর্যন্ত ২১ জন এইচআইভি আক্রান্ত মায়ের সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। পিএমটিসিটি ইন্টারভেনশনের ফলে ২১টি ডেলিভারির মধ্যে ২১টি বাচ্চাই এইচআইভি মুক্ত থাকায় উক্ত কার্যক্রমকে বড় সাফল্য হিসেবে মনে করছে চমেক।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাংগঠনিক মাসের কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধবিজয়ের মাসে সন্দীপনার নানা আয়োজন