বিজয়ের মাসে সন্দীপনার নানা আয়োজন

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের উদ্যোগে ‘মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছরে পাকি চেতনামুক্ত সমাজ বিনির্মাণ হোক’ শীর্ষক অনুষ্ঠান গতকাল ১ ডিসেম্বর সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে ও নজরুল স্কোয়ারে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, গান, বৃন্দ আবৃত্তি, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রভৃতি।
ভাস্কর ডিকে দাশ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাপানের অনারারি কনসুলার মুহম্মদ নুরুল ইসলাম, চবি সিনেট সদস্য মনজুর-উল-আমিন চৌধুরী, গোলাম রসুল, ফজলুল কবির, বাদশাহ্‌ মিয়া চৌধুরী, শাহ আলম, বাহারুল ঈমান চৌধুরী, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, নাট্যজন শেখ শওকত ইকবাল, সাংবাদিক বেলায়েত হোসেন, শওকত আলী সেলিম, কবিয়াল আবদুল লতিফ, হাবিবুর রহমান হাবিব, তাজুল ইসলাম রাজু, প্রকৌশলী রাহুল বড়ুয়া, কামাল উদ্দিন, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, নিবেদিতা আচার্য্য, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক মুকুল শিকদার, মোশারফ হোসেন খান রুনু, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, মেজবাহ চৌধুরী, ভাস্কর পীযুষ সরকার, সন্তোষ কুমার দে, এমরান হোসেন মিঠু, শ্যামল দাশ, প্রণব রাজ বড়ুয়া, আজগর আলী প্রমুখ। সঞ্চালনা করেন নন্দীনি দেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে বিশ্ব এইডস দিবসে র‌্যালি
পরবর্তী নিবন্ধফেইম : সুন্দরের নিপুণ আবাদ