চবি শার্টলের বগি বাড়ানো হোক

| বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ ও শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন হলো শার্টল ট্রেন। প্রতিদিন প্রায় ১০ হাজার শিক্ষার্থী শার্টল ট্রেনে যাতায়াত করে। কিন্তু বগি স্বল্পতা ও শিডিউল কম হওয়ার দরুন শিক্ষার্থীদের জন্য শাটলে যাতায়াত করা অনিরাপদ ও দুর্বিষহ হয়ে উঠেছে। প্রত্যেক বগিতে গাদাগাদি করে যেতে হয় দুই থেকে আড়াইশো শিক্ষার্থীকে। উপরন্তু ট্রেনে নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা। ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী আসায় শার্টলে স্থান সংকুলান হয় না, ফলে নিরুপায় হয়ে যেকোনো আবহাওয়ায় শাটলের ছাদে করে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। এতে তারা অসুস্থ হয়ে পড়ে এবং ঘটে নানান দুর্ঘটনা। তেমনি এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি। ট্রেনের ছাদে করে শহর থেকে ফেরার পথে প্রায় ১০জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। বগি বৃদ্ধি ও নিয়মিত সূচিতে শাটল চলাচলের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেও মিলেনি সমাধান। উপরন্তু বন্ধ করা হয়েছে ডেম্যু ট্রেনও। কর্তৃপক্ষ বিভিন্ন সময় আশ্বাস দিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। শিক্ষার্থীদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই। সবমিলিয়ে প্রাণের শাটল হয়ে উঠেছে এক আতঙ্ক ও চরম দুর্গতির নাম। শিক্ষার্থীদের নিরাপত্তা ও চরম দুর্ভোগের বিষয় বিবেচনা করে অতি শীঘ্রই বগি বৃদ্ধিসহ শিডিউল বাড়ানোর মধ্যমে শার্টল যাত্রা নিরাপদ করা হোক।

মেসবাহ উদ্দিন মিহির

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধরজনীকান্ত সেন : প্রবাদপ্রতিম কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধস্বপ্নময় মন