স্বপ্নময় মন

সাকী বড়ুয়া | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৬ পূর্বাহ্ণ

স্বপ্নময় মন আমার উড়তে চায় ওই আকাশ পানে,

নীল দিগন্ত হাতছানি দেয় স্বপ্ন ডানায় পাখার মেলায়।

হাওয়ায় ভেসে মন ছুটে যায় টুকরো টুকরো মেঘের ভেলায়,

ইচ্ছে করে যাই ফিরে যাই সুখস্মৃতির শৈশব বেলায়।

সবসময়ই ভালো লাগে গ্রাম বাংলার আল পথে হাঁটতে,

সবুজ শ্যামল ছায়ায় সুশীতল অনুভবে রিক্ত হতে,

আরো ভালো লাগে নদী বা পুকুরে সাঁতার কাটতে।

ঝিরিঝিরি বাতাসে সুন্দর ভৈরবের দৃশ্য অবলোকন করতে,

পাহাড়ের ওই শীর্ষ চূড়ায় দাঁড়িয়ে থাকি আনমনে হায়,

চিৎকার করে বলতে মন চাই সকল দুঃখের ব্যথার পাহাড়।

আশা জাগে ভরসায় ভরা মানবিক মানুষের হাতটা স্পর্শ করতে।

এমন কাউকে চাই যে চোখের ভাষায় বুঝবে মনের নীরব ভাষা।

মন চাই সঠিক লক্ষ্যে পৌঁছাতে ও নিজের জন্য বাঁচতে,

অবিশ্বাসের মায়া জ্বালে বারে বারে মন ভেঙে যায়,

মনের জোরে উঠে দাঁড়ায় সত্যের পথে লড়ি একাই।

স্বপময় মন তো অনেক কিছু চাই আদৌও সব কি মিঠে?

তবুও সবাই আশা নিয়ে বাঁচে ধৈর্যের ফল যে বড়ো মিঠে।

পূর্ববর্তী নিবন্ধচবি শার্টলের বগি বাড়ানো হোক
পরবর্তী নিবন্ধভরা থাক, ভরা থাক স্মৃতিসুধায়