চবিতে কম্পিউটার ল্যাব ও প্রাথমিক চিকিৎসালয় উদ্বোধন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

 

 

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যালয়ে নব প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব, প্রাথমিক চিকিৎসালয় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিএনসিসি কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা মেজর প্রফেসর ড. মো. শওকতুল মেহের।

প্রধান অতিথি হিসেবে কার্যক্রমসমূহ উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার ব্যবহারসহ প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা অর্জন জরুরি। উপাচার্য বিএনসিসি ক্যাডেটবৃন্দকে লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার ল্যাবের সুযোগসুবিধা কাজে লাগিয়ে কম্পিউটার ব্যবহারে নিজেদের দক্ষ করে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সেকেন্ড লেফটেন্যান্ট প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি বিএনসিসির সাবেক সমন্বয় কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ড এম. শফিকুল আলম ও বিএনসিসি বিমান শাখার সাবেক শাখা প্রধান প্রফেসর ড. এম আতিকুর রহমান। অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) . শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচসিকে সুরক্ষাসামগ্রী দিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে