চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী সড়ক উদ্বোধন

সড়ক উদ্বোধনকালে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এম পি বলেছেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের ইতিহাস পরবর্তী প্রজন্মের নিকট স্মরণীয় করে রাখতে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী সর্বনিম্ন ২০ হাজার টাকায় উন্নীত করেছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা, সহজশর্তে ব্যাংক ঋণ, যানবাহনে আসন সংরক্ষণ, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা, বীর নিবাস নির্মাণ করছে। দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হচ্ছে। তিনি গত ২৬ মার্চ খানহাট- ধোপাছড়ি-বান্দরবান সড়কের মুক্তিযোদ্ধা হারুন আল জাফর চৌধুরী সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ ও রক্ষাপদ কাজ সম্পাদন করছে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দক্ষিণ জেলা কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আবদুল মালেক রানা, ফেরদৌসুল ইসলাম খান, কফিল উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, এএসএম সেলিমুল আলম চৌধুরী, মনজুরুল ইসলাম, সাগর দাশ, উজ্জ্বল কুমার শর্মা, আবু জাফর, সূবর্ণা হক, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, হারুন আল জাফর চৌধুরী ইঞ্জি. মনজুর উল ইসলাম চৌধুরী, আবদুর রহিম, মাহবুবুল আলম বাবুল, সুব্রত বড়ুয়া প্রমুখ।
সংশোধনী
গত ২৬ মার্চ দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘চাইলেই মিলছে আইনি সহায়তা’ শীর্ষক সংবাদটিতে লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে মো. এরশাদুল ইসলামের নাম উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে এরশাদুল ইসলাম লিগ্যাল এইডের একজন স্টাফ বা কর্মচারী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন
পরবর্তী নিবন্ধগ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন আবুল হাসনাত