চন্দনাইশের ১২৫ মন্ডপে ভোগ্যপণ্য বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশের ১২৫টি মন্ডপে চাল বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহাজারী পৌরসদরস্থ খাদ্য গুদাম প্রাঙ্গণে এসব ভোগ্যপণ্য চাল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, এই দেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করি এবং ধারণ করি। তারই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গোৎসবও আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে পালন করবো। সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে আমরা বিরত থাকবো। তারপরও পূজা চলাকালীন কোনো ধরনের বিশৃংখল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করা হলে সাথে সাথে ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার, উপজেলা আ. লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিষ্ণু যশা চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো। উপস্থিত ছিলেন ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, আ. লীগ নেতা আবদুল শুক্কুর, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, শওকত খান প্রমুখ। প্রতিটি মন্ডপে আধা টন করে ১২৫টি মন্ডপে চাল বিতরণ করেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধবিরোধ হলে কেবল মামলা নয়
পরবর্তী নিবন্ধচুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিল শুরু ৮ অক্টোবর