চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোলের নিয়ম

নুসরাত সুলতানা | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

আমাদের বাড়ি যেহেতু দক্ষিণ চট্টগ্রামে প্রতিমাসেই যাওয়া আসা হয়, আমাদের ব্যবহার করতে হয় শাহ আমানত সেতু। ১৫ দিন অন্তর কিংবা এক মাসের মধ্যে আমরা বাড়িতে যাই। যেহেতু আমরা শহরে থাকি, বাচ্চারা স্কুলে পড়ে তাই ওখানে সব সময় গিয়ে থাকতে পারিনা। ঈদ, কোরবান কিংবা বড় কোনো ছুটি পেলেই গ্রামে থাকা হয়। প্রায় সময় সকালে গিয়ে বিকেলে চলে আসি। প্রতিবারই যে জিনিসটা আমাদের খুব খারাপ লাগে সেটা হল চট্টগ্রাম শাহ আমানত সেতুর টোলের নিয়ম। বেশ কয়েক বছর হয়ে গেছে এই ব্রিজের। প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে এই রুটে। একেক গাড়ির টোলের হার এক এক রকম। আমাদেরকে আসা-যাওয়ার পথে দুইবার ৭৫/ টাকা করে ১৫০/ টাকা টোল দিতে হয়। সকালে গিয়ে বিকেলে কিংবা বিকেলে গিয়ে সন্ধ্যায় অথবা সন্ধ্যায় গিয়ে রাতে, এক ঘন্টা কিংবা দুই ঘণ্টার ব্যবধানে যদি ফিরে আসতে হয় একই নিয়মে দুইবার টোল দিতে হয়। বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে পরপর দুইদিন যেতে হলে তখন মনটা বিষিয়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটা প্রোগ্রামে গিয়েছি, ফিরেছি রাতে। শুক্রবার জুমার নামাজের পর একটা বিয়েতে গিয়েছি শিকলবাহা ক্রসিং এ একটা কমিউনিটি সেন্টারে। ঘন্টাখানেক পর ফিরে এসেছি তাও একই নিয়মে দুইবার টোল দিতে হয়েছে। খুবই খারাপ লাগে এ ব্যবস্থায়। আমাদের মতে, এমন একটা নিয়ম করা উচিত, “দিনে গিয়ে দিনে ফিরে আসলে একবার টোল দিতে হবে। সেটা উভয় দিকের গাড়ির জন্য প্রযোজ্য হবে”। দেশের প্রতি আমাদের যেমন দায়বদ্ধতা আছে তেমনি আমাদের জন্য ও সরকারের চিন্তা করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবনভূমি রক্ষায় সচেতন হওয়া জরুরি
পরবর্তী নিবন্ধআত্মহত্যার ঘটনা বাড়ছে, প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে