বনভূমি রক্ষায় সচেতন হওয়া জরুরি

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

আমাদের দেশে ভূমির প্রায় ১৭ ভাগ জুড়ে আছে বনভূমি। বনভূমি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের বেঁচে থাকার জন্য জরুরি যে উপাদান, অক্সিজেন আমরা এই বনভূমি থেকে পেয়ে থাকি। আমাদের দৈনন্দিন ব্যবহার্য আসবাবপত্র তৈরিতে কাঠ এবং জ্বালানির উপকরণ আমরা এই বনভূমি থেকে সংগ্রহ করে থাকি। এছাড়া আরও বিভিন্ন ভাবে আমরা বনভূমি থেকে উপকৃত হয়ে থাকি। কিন্তু বনভূমির এতো প্রয়োজন থাকা সত্ত্বেও একে রক্ষায় নেই কোনো সচেতনতা। যার ফলে আজকাল প্রায় দেখা যায় বন উজাড় হতে। প্রতিনিয়ত’ই প্রয়োজনে-অপ্রয়োজনে কাটা হচ্ছে বনভূমি। বনভূমি ধ্বংস করে তৈরি করা হচ্ছে আবাদি জমি, স্থাপন করা হচ্ছে কল-কারখানা। আবার যে পরিমাণে গাছ কাটা হয় সেই আনুপাতিক গাছ রোপণ করা হয় না। যার ফলে পরিবেশ এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। আর আমাদের প্রতিনিয়তই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের বন রক্ষায় এগিয়ে আসতে হবে। সরকারি এবং ব্যক্ত উদ্যোগে বেশি বেশি বনায়ন করতে হবে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করতে হবে। সামাজিক বনায়নের উপর জোর দিতে হবে। অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি, পরিবেশ এবং জীববৈচিত্র্যকে হুমকির মুখ থেকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের বনভূমি রক্ষায় সচেতন হতে হবে।
মো: জাহিদুল ইসলাম, শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার দা সূর্যসেন : বিপ্লব আর ত্যাগের প্রতীক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শাহ আমানত সেতুর টোলের নিয়ম