গল্পকার ফোরাম চট্টগ্রামের ৬ বইয়ের আলোচনা আজ

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

গল্পকার’ ফোরাম চট্টগ্রাম আয়োজিত ‘বই আলোচনা’ আজ সন্ধ্যা ৬ টায় প্রেস ক্লাবের ৫ম তলায় ক্লাব কলেজিয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের ৬ জন সদস্যের ২০২৪ একুশে বই মেলায় প্রকাশিত বইয়ের আলোচনা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গান ও কথামালা অনুষ্ঠিত হবে। আলোচনার জন্য সদ্য প্রকাশিত বইয়ের লেখক ও নির্ধারিত আলোচকরা হলেন ১. সম্পাদিত গ্রন্থপার্বত্য চট্টগ্রামের জুম ও বস্তু সংস্কৃতিসম্পাদক শামসুদ্দীন শিশির, আলোচক ড. আজাদ বুলবুল ২. প্রমোশন (গল্পগ্রন্থ), লেখক : সুভাষ সর্ববিদ্যাআলোচক : ছন্দা দাশ। ৩. তোমায় দেখেছিলাম (গল্পগ্রন্থ) লেখক : অরুপ পালিত, আলোচক : হাফিজ রশিদ খান ৪. উপদ্রুত উপত্যকা (গল্পগ্রন্থ) লেখক : . আজাদ বুলবুল, আলোচক : মাঈন উদ্দিন জাহেদ ৫. বই : নির্বাচিত সায়েন্স ফিকশনসম্পাদনা : মিনহাজুল ইসলাম মাসুম, আলোচক : আলী আসকর ৬. বই : একাত্তরের দশরথ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ) লেখক : মিলন বনিক, আলোচক : ইলিয়াস বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাশিল্পী ও শিক্ষাবিদ আনোয়ারা আলম ও সঞ্চালনা করবেন মাসিক পত্রিকা ‘গল্পকার’ এর সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন। বই আলোচনা, লেখকের চিন্তার বিস্তার ও আনন্দ সম্মিলনে সাহিত্যপ্রেমিদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের আহবায়ক সাঈদুল আরেফীন ও সদস্য সচিব আলমগীর শিপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধআবাহনীর সেলিমের ২য় মৃত্যুবার্ষিকী আজ