চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ৪৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল সমিতির খুলশীস্থ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ভবনের কনফারেন্স হলে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন জীবন সদস্য মৌলানা মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ। সভায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির বীর শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করা হয়। এরপর সমিতির জীবন সদস্য অধ্যাপক মাসুম চৌধুরীর পরিচালনায় প্রয়াত সকল জীবন সদস্য ও হাসপাতালে কর্মরত যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে সভার অনুমতিক্রমে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উত্থাপন করেন এবং সমিতির ২০২১২০২২ সালের সভাপতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সমিতির কোষাধ্যক্ষ এ এস.এম জাফর ২০২১২০২২ সালের অডিট রিপোর্ট, বাজেট ও নিরীক্ষক নিয়েগের প্রস্তাব উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সভাপতির বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট ২০২১২০২২ এবং প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, বাজেট, অডিট রিপোর্ট নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির জীবন সদস্য শামশুল আলম, ফারুক রহমান চৌধুরী, দীপক সরকার, হেলাল উদ্দিন, মীর মো. মহিউদ্দিন, অধ্যাপক মাসুম চৌধুরী, আজিজ মো. সেকান্দর, মো. আবদুল্লাহ, গাজী আজিজ উল্লাহ, নাছিম মো. মহসিন, এটিএম জাফরুল আলম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এস.এম শওকত হোসেন, আবিদা মোস্তফা, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, প্রিন্সিপাল লায়ন মো. সানাউল্লাহ, এডভোকেট চন্দন কুমার তালুকদার, আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, মো. শহীদুল আলম, আলী চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধগুজবের বিরুদ্ধে কঠোর মনোভাব ধারণ করতে হবে : জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল