চট্টগ্রাম চক্ষু হাসপাতালে নবীন বরণ অনুষ্ঠান

‘সেবার পরিধি আরও বাড়াতে হবে’

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি.অপটম) কোর্সের ১২ তম ব্যাচের নবীন বরণ গতকাল বৃহস্পতিবার চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। চক্ষু হাসপাতালের ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজির (আইসিও) উদ্যোগে আইসিওর পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন চমেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন, চমেবির নার্সিং এন্ড মেডিকেল টেকনোলজি বিভাগের ডিন ডা. মো. মনোয়ার-উল-হক শামীম, চমেকের অফথালমোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তনুজা তানজিন, চমেবির উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন। বক্তব্য রাখেন এসোসিয়েট প্রফেসর ডা. জেসমিন আহমেদ, জুয়েল দাশ গুপ্ত। উপস্থিত ছিলেন শহীদ ফারুকী, জসিম উদ্দিন, মো. সাইফুর রহমান, বিশ্বজিৎ পাল প্রমুখ। আইসিওর জুনিয়র রিসার্চ অফিসার তানজিলা মোহনা ও লেকচারার শেখ তামিমা হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের নবীন ২৫ শিক্ষার্থীকে বরণের পাশাপাশি ১ম, ২য় ও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় মেধাবী ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা সনদ প্রদান করা হয়। ডা. মো. মনোয়ার-উল-হক শামীম বলেন, বিশ্বে অপটোমেট্রি বহুল প্রচলিত নাম হলেও আমাদের দেশে এটি একেবারে নতুন। সারাদেশে চক্ষু সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে দক্ষ অপটোমেট্রিস্ট ব্যাপক ভূমিকা রাখতে পারে। একজন চিকিৎসকের সাথে চারজন অপটোমেট্রি থাকার কথা থাকলেও দেশে তার সংখ্যা একেবারে সীমিত বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধলিটল এঞ্জেলস গ্রামার স্কুলে বই বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ