চট্টগ্রামে সাড়ে চার মাস পর একজনের মৃত্যু

আজাদী ডেস্ক | শনিবার , ২ জুলাই, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সাড়ে ৪ মাস পর করোনাভাইরাস আক্রান্ত হয়ে নুরুন নাহার (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা, করোনা প্রতিষেধক টিকাও নিয়েছিলেন। দুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য থেকে আরও জানা যায়, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ১১ ল্যাবে ৪৪৫টি নমুনা পরীক্ষা করে আরও ৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের রয়েছেন ৪৪ জন এবং উপজেলার ৮ জন। এ দিন শুনাক্তের হার ছিল ১১.৬৮ শতাংশ।

জানা যায়, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধদেশে একদিনে ৫ মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় ছাত্রলীগ নেতার আত্মহত্যা