চট্টগ্রামে করোনায় আরো ৪ মৃত্যু শনাক্ত ১৯৮

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় ১ হাজার ৫৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ১০২ জন ও উপজেলার ৯৬ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৩১৯ জন। এর মধ্যে নগরীর ৭২ হাজার ৮০৪ জন ও উপজেলার ২৭ হাজার ৫১৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ২ জন ও উপজেলার ২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৫ জনে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৯৮ জন ও উপজেলার ৫৫৭ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ জনের মধ্যে রাউজানে ২৬ জন, আনোয়ারায় ১৫ জন, হাটহাজারীতে ১৪ জন, লোহাগাড়া ও বোয়ালখালীতে ১০ জন করে, সাতকানিয়ায় ৮ জন, মিরসরাই ৫ জন, সিতাকুণ্ডে ৩ জন, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং বাশঁখালীতে ১ জন করে রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল মঙ্গলবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ‘স্ট্রিমলাইনিং ইনভেস্টমেন্ট এ্যাসেসমেন্ট প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধএক দিনে নারীর মৃত্যু পুরুষের দ্বিগুণ